মুন্সীগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিএসএস স্থাপিত রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী
সিএসএস শাখায় উদ্যোগে বিভিন্ন এলাকার অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন রোগীর ডায়বেটিস, নেবুলাইজার, প্রেগনেন্সি ও প্রেসার মাপা সহ বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এর রিজিওনাল ম্যানেজার মুন্সীগঞ্জ জেলার অঞ্চলের গৌতম গৃহ , মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর যুগ্ম বার্তা সম্পাদক ও মোহনা টিভি সিনিয়র রিপোর্ট মোহাম্মদ সুজন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক,এ. কে.এম আবুল বাসার, সিরাজদিখান ব্রাঞ্চ ম্যানেজার কামাল হোসেন, টঙ্গীবাড়ি ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুল আল কবির,লুৎফর রহমান, সৈয়দ শিহাব উদ্দিন, মোহাম্মদ ফরহাদ তালুকদার, সুব্রত বিশ্বাস প্রমুখ।
ক্যাম্প পরিচালনা করেন,ডা : রফিকুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন ব্যাক্তিবর্গ।
।